অবশেষে পুলিশের জালে নিয়োগ দুর্নীতি মামলার চাঁই বাগদার সেই রঞ্জন ওরফে চন্দন মণ্ডল। শুক্রবারই তাঁকে গ্রেফতার করে সিবিআই। দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এদিন সকালে তাঁকে নিজাম প্যালেসে ডেকে পাঠান তদন্তকারীরা। সেখানে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির অভিযোগ, জিজ্ঞাসাবাদ চলাকালীন তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন চন্দন। শেষপর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের সিবিআই হেফাজতের নির্দেশ।
এই চন্দনের খবর প্রথম প্রকাশ্যে আনেন উপেন বিশ্বাস। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাগদার প্রাক্তন তৃণমূল বিধায়ক 'সৎ রঞ্জন' নামে প্রথম একটি ভিডিও প্রকাশ করেন ইউটিউবে। সেখানে তাঁর অভিযোগ ছিল, বাগদার জনৈক রঞ্জন টাকা নিয়ে বহু লোককে স্কুলের চাকরি দিয়েছেন। যদিও গোপনীয়তার স্বার্থে সে সময় রঞ্জনের আসল নাম প্রকাশ্যে আনেননি বাগদার প্রাক্তন তৃণমূল বিধায়ক। পরে অবশ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আসল নাম ফাঁস করেন তিনি।
আরও পড়ুন- Nadia Cop Electrocuted: উর্দি ইস্ত্রি করতে গিয়ে কলকাতা পুলিশের কনস্টেবলের মৃত্যু, শোকস্তব্ধ পরিবার