RG কর হাসপাতালে খুন ও ধর্ষণ কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। সূত্রের খবর, ওই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে একজনেরই নাম রয়েছে। সে হল সঞ্জয় রায়। শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ করা হয়েছে।
গত ৯ অগাস্ট RG কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার করা হয় নিহত চিকিৎসকের দেহ। তার ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তারপর সেই ঘটনার তদন্তভার যায় CBI-এর হাতে। তদন্ত শুরু করেন গোয়েন্দারা। প্রাথমিক তদন্ত শেষ করে প্রায় ৫৮ দিন পর চার্জশিট জমা করল CBI।
CBI সূত্রের দাবি, ধর্ষণ এবং খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয়ের নাম উল্লেখ করা হয়েছে। তবে সেখানে প্রমাণ লোপাটের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে কয়েকজনের প্রসঙ্গ রয়েছে। এমনকি, তদন্তভার হাতে নেওয়ার পর থেকে কাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তদন্তে কী উঠে এসেছে সেই বিষয়টিও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
RG কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি সহ মোট ১০ দফা দাবি নিয়ে প্রায় দু মাস ধরে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। ৬ অক্টোবর থেকে আমরণ অনশন শুরু করেছেন। এই পরিস্থিতিতে CBI-এর চার্জশিট জমা দেওয়ার বিষয়টি অতি তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। তাঁদের অনেকের বক্তব্য, আন্দোলনের জেরেই দ্রুত চার্জশিট জমা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও এই বিষয়ে জুনিয়র ডাক্তারদের তরফে কিছু জানানো হয়নি।