RG Kar: কেন সেমিনার রুমে উপস্থিত হয়েছিলেন সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তাররা? সন্দেহ বাড়াচ্ছে তদন্তকারীদের

Updated : Sep 30, 2024 15:31
|
Editorji News Desk

RG কর কাণ্ডের CBI তদন্তে ফের চাঞ্চল্যকর তথ্য উঠে এল। সূত্রের খবর, তদন্তকারীদের আতস কাচের নীচে রয়েছেন বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার। তাঁরা প্রত্যেকেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। ঘটনার দিন সকাল থেকেই ওই জুনিয়র ডাক্তারদের মধ্যে কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এর ফলেই একাধিক সন্দেহজনক পরিস্থিতি তৈরি হয়েছে তদন্তকারীদের সামনে। আনন্দবাজারে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

RG কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তোলা হয়েছে। তাঁকে জেরা করে বেশ কয়েকজন জুনিয়র ডাক্তারের নাম জানতে পেরেছেন তদন্তকারীরা। ইতিমধ্যে ওই বিভাগে ৮ অগাস্টে কর্মরত জুনিয়র ডাক্তার, নার্স, নিরাপত্তারক্ষী, সাফাইকর্মীদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং সেখান থেকে বেশ কিছু তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা। 

CBI সূত্রে দাবি, নির্যাতিতা চিকিৎসকের কয়েকজন সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন, সন্দীপ ঘোষ কয়েকজন জুনিয়র ডাক্তার নিয়মিত ক্লাস করতেন না। এমনকি পরীক্ষায় সময়ে তাঁদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। সূত্রের দাবি, নম্বর বাড়ানো নিয়ে প্রতিবাদ করেছিলেন নিহত চিকিৎসক।

অন্যদিকে ৯ অগাস্টের আরও একটি ঘটনা তদন্তকারীদের নজরে রয়েছে। নিহত চিকিৎসকের দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে গিয়েছিলেন বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার। সন্দীপ ঘোষ হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁরা সেখানে চলে গিয়েছিলেন। কী কারণে জুনিয়র ডাক্তাররা সেখানে গেলেন তা খতিয়ে দেখছেন CBI আধিকারিকরা। পাশাপাশি ৮ অগাস্ট রাতে কর্মরত জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হচ্ছে। 

তদন্তকারীদের দাবি, কয়েকজন চিকিৎসক  সকাল থেকেই সেমিনার রুমে মৃতদেহের কাছে ছিলেন। এনিয়ে, উপস্থিতি জুনিয়র ডাক্তারদের জিজ্ঞাসাবাদ করা হলেও সদুত্তর মেলেনি। নিছক উৎসুক নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে  সেবিষয়েও খতিয়ে দেখা  হচ্ছে। 
 
যত সময় গড়াচ্ছে ততই একের পর RG কর কাণ্ড নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত তদন্তকারীদের সামনে আসছে। থ্রেট কালচার থেকে শুরু করে মর্গের ভিতরে প্যাকেজ সিস্টেম প্রকাশ্যে এসেছে। এমনকি, ডাক্তারি পড়ুয়াদের নম্বর বৃদ্ধি থেকে শুরু করে হস্টেল পাওয়া পর্যন্ত টাকার দাবি করা হত। অভিযোগ, এই থ্রেট কালচারের পিছনে রয়েছে উত্তরবঙ্গ লবি।  

CBI

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

editorji | লোকাল

RG Kar Upadate: নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার, কারণ জানালেন স্বয়ং আইনজীবী