স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার দীর্ঘ সময় ধরে রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে জেরা করেছে ইডি। এবার পার্থর পিএইচডি-কে তাদের আতস কাচের নিচে ফেলার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ২০১৪ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয় থেকে পিএইচডি করেছিলন পার্থ চট্টোপাধ্য়ায়। বিষয় ছিল -‘ট্রান্সফর্মিং ইন্ডিয়ান ইকোনমি টু নলেজ ইকোনমি— দ্য রোল অব হিউম্যান রিসোর্স উইথ রেফারেন্স টু ইন্ডিয়া’।
সিবিআইয়ের অভিযোগ, প্রাক্তনমন্ত্রী পিএইচডি পাইয়ে দেওয়া হয়েছিল। মানা হয়নি নিয়ম। তাদের অভিযোগ, এই কাজে উত্তরবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং রেজিস্ট্রারের ভূমিকাও খতিয়ে দেখা হবে। কারণ তদন্তকারীদের দাবি, সেইসময় যাঁরা এই ঘটনায় যুক্ত ছিলেন, তাঁরা স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতিতে জড়িত কীনা, তা-ও খতিয়ে দেখা হবে।
প্রায় ১০ বছর আগে পিএচডি করার জন্য নির্দিষ্ট পরীক্ষা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়। বিশ্ববিদ্যালয়ের দাবি, এরজন্য ৭৫ শতাংশ হাজিরা বাধ্য়তামূলক। কিন্তু সেখানে প্রাক্তনমন্ত্রী হাজির ছিলেন মাত্র দুদিন। পার্থকে ‘কোর্স ওয়ার্ক’-এর পরীক্ষায় বসতে দেওয়ার ক্ষেত্রে এবং তাঁর গবেষণাপত্র তৈরিতে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সিবিআই সূত্রের খবর, তদন্তকারীরা নথি খতিয়ে দেখেছেন এবং বেশ কিছু নথির প্রতিলিপি সংগ্রহ করেছেন। তার মধ্যে পার্থের ‘পিএইচ ডি’ সংক্রান্ত নথিও রয়েছে।