এসএসসি-নিয়োগে দুর্নীতি (SSC scam) নিয়ে হাইকোর্টের বার্তার পরেই পদক্ষেপ সিবিআই-এর। বৃহস্পতিবার মধ্য শিক্ষা পর্ষদের (wbbse) সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে (Kalyanmoy Gangopadhyay) বাড়ি থেকে ডেকে আনা টানা ২ ঘণ্টা ধরে জেরা চলল সিবিআইয়ের তরফে।
বারবার তলব করা হলেও পর্ষদের অফিসে আসছিলেন না কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাদাপাড়ার আবাসনে যান সিবিআই আধিকারিকরা। মধ্যশিক্ষা পর্ষদের অফিসে নিয়ে এসে সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকেই একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান চলেছে। এদিনই উপদেষ্টা কমিটির শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে দীর্ঘক্ষণ জেরা করে সিবিআই। মধ্য শিক্ষা পর্ষদের অফিসে একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকে পাওয়া তথ্যের সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বয়ান মিলিয়ে দেখতে চায় সিবিআই (CBI)। সেই কারণেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের অফিসে থাকতে পারে। সেই কারণেই তাঁর অফিসে তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর।