ফের বীরভূমে সিবিআই হানা। মঙ্গলবার সকালেই অনুব্রতর জেলায় পা রাখেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, গরু পাচারের বিষয়ে হাতে উঠে আসা তথ্যের ভিত্তিতেই এই অভিযানে গোয়েন্দারা। পাচার কেলেঙ্কারির শিকড় কত দূর, তা জানতেই ফের লালমাটির জেলায় হানা দিয়েছে সিবিআই।
জানা গিয়েছে, কয়লা-গরু পাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহে মরিয়া গোয়েন্দারা। ইতিমধ্যেই কেষ্ট-কন্যা সুকন্যা ও ঘনিষ্ঠদের বিঘের পর বিঘে জমির খোঁজ মিলেছে। কোটি কোটি টাকা মূল্যের ওই সম্পত্তি ক্রয়ের উত্স কী? উত্তর পেতে কেষ্ট ঘনিষ্ঠদের বারবার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। নজরে রয়েছে একাধিক রাইস মিলও। গত সপ্তাহেই নিচুপট্টির বাড়িতে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ভোলে বোম রাইস মিলের নথিও চেয়ে পাঠানো হয়। এমনকি, রাইস মিলের প্রাক্তন মালিক শ্যামল মণ্ডলকে জিজ্ঞাসাবাদও করেন গোয়েন্দারা।
আরও পড়ুন- SSC Recruitment Scam: পার্থ-সুবীরেশকে মুখোমুখি জেরার সম্ভাবনা, রেকর্ড করা হবে সমস্ত বয়ান
সিবিআই সূত্রে খবর, অনুব্রতর পেট থেকে কথা বের করা যাচ্ছে না। জেরায় প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন কেষ্ট। আবার সুকন্যাও সিএ মনীশ কোঠারিকে সামনে এগিয়ে দিয়ে বাঁচতে চাইছেন। ফলে একপ্রকার বাধ্য হয়েই ফের বীরভূমে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।