মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় এবার অভিযোগ দায়ের করল তদন্তকারী সংস্থা CBI। বৃহস্পতিবারই ওই ঘটনার তদন্তভার CBI এর হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
গত ৪ মে ন্যক্কারজনক ঘটনা ঘটে মণিপুরে। দুই মহিলাকে নগ্ন করে হাঁটানো হয়। এমনকি, তাঁদের গণধর্ষণও করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই গোটা দেশজুড়ে তোলপাড় শুরু হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই মহিলাকে নগ্ন করে হাঁটাচ্ছে একদল জনতা। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। এই ঘটনার পর সব মহল থেকে নিন্দার ঝড় ওঠে। স্বয়ং প্রধানমন্ত্রীও ঘটনার তীব্র নিন্দা করেন।
এরপরেই একে একে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এমনকী যিনি ওই ভিডিওটি তুলেছিলেন তাঁকে গ্রেফতার করা হয়। মণিপুর নিয়ে একাধিকবার বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার ও মণিপুর সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তাঁদের। শনিবার বিরোধী জোট মঞ্চ, INDIA-র প্রতিনিধিরা ওই রাজ্যে গিয়েছেন।