দক্ষিণ দমদম পুরসভা থেকে প্রায় ৯ ঘণ্টা তল্লাশির পর বেরোলেন সিবিআই আধিকারিকরা। পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডে উত্তর দমদম থেকেও একাধিক নথি উদ্ধার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। দক্ষিণ দমদম পুরসভার ৩টি আলমারি ঘেঁটে দেখেন গোয়েন্দারা। বেশ কিছু নথি সঙ্গে নিয়েও যান তাঁরা।
বুধবার রাত ৯টা নাগাদ সল্টলেকের পুর ও নগরোন্নয়ন দফতর থেকেও বেরিয়ে যান গোয়েন্দারা। দেখা যায়, সাদা কাপড়ে মুড়ে নথি নিয়ে যাচ্ছেন গোয়েন্দারা। মোট ৬টি বান্ডিল নথিপত্র তারা পুর দফতর থেকে নিয়ে বেরিয়েছেন।
বুধবার সকালে কলকাতা হাই কোর্টের নির্দেশে পুরসভাগুলিতে হানা দেয় সিবিআই। দক্ষিণ দমদম, উত্তর দমদম, বরানগর, টিটাগর, পানিহাটি, কামারহাটি, কাঁচড়াপাড়া, নিউ ব্যারাকপুর, টাকি পুরসভায় হানা দেয় সিবিআই। পুর ও নগরোন্নয়ন দফতরেও হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।