বাংলা নববর্ষের দিন থেকে হুহু করে বেড়েছে রাজ্যের তাপমাত্রা। আর বৈশাখের এই তীব্র দাবদাহে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকদের একটি দল। কাঠফাটা গরমে ঘণ্টার পর ঘন্টা ধরে চলছে জিজ্ঞাসাবাদ, তল্লাশি।
পাশাপাশি রাঢ়বঙ্গের গরম থেকে রক্ষা পেতে শুক্রবার থেকে সকাল, সন্ধ্যায় নিয়ম করে শসা খাচ্ছেন তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর, স্থানীয় বাজারর থেকে সেই শসা আসছে। আর শসা খাওয়ার প্রয়োজনীয় নুন আসছে জীবনকৃষ্ণের হেঁশেল থেকে।
জানা গিয়েছে, মোট ১২ জন আধিকারিকরা তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করছেন। ৪০ ঘন্টা ধরে চলছে এই গোটা কর্মকাণ্ড। বিধায়কের বাড়ি থেকে একটু দূরের হোটেল থেকে আসছে প্রাতরাশ এবং নৈশভোজের খাবার। ব্যবস্থা করেছেন আধিকারিকরা নিজেই। তবে, সকাল, সন্ধ্যার চা, জলখাবার জীবনের বাড়ি থেকে দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে প্রয়োজন মতো ঠাণ্ডা পানীয় জল।
দলের মধ্যে দু'জন ডায়াবেটিস আক্রান্ত আধিকারিক রয়েছেন। তাঁদের জন্য শুক্ত, লো-কার্ব ডায়েটের ব্যবস্থাও করেছেন জীবন, তাঁদের জন্যে দেওয়া হয়েছে অতিরিক্ত স্ট্যান্ড ফ্যানও। প্রথমে তদন্তে অসহযোগিতা করলেও শনিবার বিকেল থেকে জীবন সাহায্য করছেন বলেই সিবিআই সূত্রে খবর।