নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার তাপস সাহার বাড়ি সিবিআই। শুক্রবার বিকেলে নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়ি যান সিবিআইয়ের ১২ জন আধিকারিক। গোটা বাড়ি তল্লাশির পাশাপাশি তাঁরা তাপসকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বলে খবর। উল্লেখ্য, ১৮ এপ্রিল এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তার ঠিক ৩ দিনের মাথায় তাপসের বাড়ি হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।
জানা গিয়েছে, বিকেল সাড়ে ৩টে নাগাদ তাপস সাহার বাড়ি যায় সিবিআই। তদন্তকারীদের সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনার সময় সময় বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়ে ছিলেন বিধায়ক। তাপস সাহার বাড়ি ঢুকেই সদর দরজায় তালা লাগিয়ে দেন সিবিআই আধিকারিকরা। এমনকি বিধায়কের কার্যালয়েও তালা মেরে দেন তাঁরা।
আরও পড়ুন- Recruitment Scam: সিজিও কমপ্লেক্সে কাকলি শীল, ডাকা হয়েছে অয়নের পুত্র এবং দুই কর্মচারীকেও