কল্যাণময়ের পর এবার সুবীরেশ ভট্টাচার্য। উত্তরবঙ্গের উপাচার্যকেও পার্থর মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই। এসএসসি নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসার পরেই একের পর এক তথ্য হাতে আসছে আধিকারিকদের। ফলে পার্থ-সুবীরেশকে মুখোমুখি জেরা করলে তদন্তে আরও অগ্রগতি হবে বলেই মত সিবিআইয়ের।
পার্থ চট্টোপাধ্যায় নিজেকে বাঁচাতে চাইলেও দুর্নীতি কাণ্ডে জড়িত শান্তিপ্রসাদ,অশোক, কল্যাণময় বা সুবীরেশের সঙ্গে তাঁর প্রত্যক্ষ যোগাযোগের তথ্য পেয়েছে সিবিআই। এই দুর্নীতি কাণ্ডে প্রথম থেকেই তাঁরা যুক্ত আছেন বলেই মত গোয়েন্দাদের। উল্লেখ্য, সোমবার দুপুরে গ্রেফতার হন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য।
আরও পড়ুন- Subiresh Bhattacharyya Update: সিবিআই জালে সুবীরেশ, লজ্জায় মাথা হেঁট উত্তরবঙ্গের
এসএসসি গ্রুপ-সি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন পার্থ-কল্যাণময়। এসপি সিনহা ও সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয় নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। তবে পার্থ চট্টোপাধ্যায় ও এসপি সিনহা আবার দুটি মামলাতেই অন্যতম অভিযুক্ত।
সিবিআই সূত্রে খবর, চারজনকে একসঙ্গে বসিয়ে জেরা করা হবে। কারণ তিনজনকে পৃথকভাবে জেরা করে তেমন লাভ হয়নি। সিবিআই সূত্রে খবর, একে অপরকে দুষে নিজেদের দায় এড়াচ্ছেন প্রত্যেকেই। তাই মুখোমুখি বসিয়ে জেরা করলে বহু তথ্য মিলতে পারে বলেই আশাবাদী গোয়েন্দারা। সেক্ষেত্রে প্রত্যেকের বয়ান রেকর্ড করা হবে। পরে তা মিলিয়ে দেখা হবে পুরনো বয়ানের সঙ্গে।