সুকন্যা মণ্ডলকে জেরা শুরু করল সিবিআই। শুক্রবার দুপুরে বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রতর বাড়ি যান তদন্তকারীরা। উল্লেখ্য, গত ১৭ অগস্ট অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েও ফিরে যেতে হয় আধিকারিকদের। সে সময় সুকন্যা জানান, তাঁর মানসিক অবস্থা ভাল নয়।
বৃহস্পতিবার আসানসোল জেলে অনুব্রতকে জেরা করেন সিবিআই আধিকারিকরা। একই সময়ে বোলপুরে আরও কয়েকজনের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। বীরভূমের তৃণমূল নেতা যাঁদের কাছ থেকে জমি কিনেছিলেন, বৃহস্পতিবার তাঁদের বাড়িতে হানা দেয় সিবিআই। বৃহস্পতিবার রবীন্দ্রনাথ ঘোষ, নীলাঞ্জন পাণ্ডে ও বিশ্বনাথ রায় নামের তিন জনের বাড়িতে যায় কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, এঁদের কাছ থেকে জমি, পুকুর, মুড়ি মিল, বাগান বাড়ি কিনেছিলেন অনুব্রত।
গত ১১ অগস্ট সকালে বোলপুরের নিচুপট্টিতে অনুব্রতের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা দেয় সিবিআই। বেশ কিছুক্ষণ জেরার পর গরুপাচার মামলায় অনুব্রতকে আটক করা হয়। পরে গ্রেফতার হন তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা।