তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের কার্যালয়েও হানা দিল CBI। শনিবার দুপুর ২ টো ৪৫ মিনিট নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাঁচ জন আধিকারিক সেখানে পৌঁছন। পুরো কার্যালয় ঘিরে রেখেছেন ১০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ওই কার্যালয়ের কাছাকাছি ভিড় জমতে দেওয়া হচ্ছে না।
মহুয়া মৈত্রের আলিপুরের বাড়িতে তল্লাশি
এদিকে শনিবার সকালেই মহুয়া মৈত্রের কলকাতার আলিপুরের বাড়িতে হানা দেয় CBI। সূত্রের খবর ঘুষ নিয়ে প্রশ্ন কাণ্ডের জন্যই তল্লাশি চালানো হচ্ছে।
এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ ওঠে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। তাঁর লোকসভার মেইল আইডি ও পাসওয়ার্ড বিদেশ থেকে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ। তার ভিত্তিতে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল মহুয়াকে।