ফের তৃণমূল কংগ্রেস বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি শুরু করলেন CBI আধিকারিকরা। রবিবার সন্ধে নাগাদ তাঁর সিঁথির বাড়িতে এবং তাঁর নার্সিংহোমে পৌঁছন গোয়েন্দারা। এর আগেও একাধিকবার তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন গোয়েন্দারা।
CBI সূত্রে খবর, RG কর কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর একাধিক ফোনকল এবং ছবি সামনে এসেছে। তারমধ্যে সুদীপ্ত রায়ের নাম শোনা গিয়েছে। সেইকারণে ওই বিধায়কের বাড়িতে গিয়েছেন CBI গোয়েন্দারা।
গত কয়েকদিন ধরেই উত্তর কলকাতায় তৃণমূলের ডাক্তার-বিধায়কের বাড়ি সহ একাধিক নার্সিংহোমে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, সরকারি হাসপাতালের ওষুধ-সহ একাধিক জিনিস ব্যবহারের।
আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির দায়ের করা এক অভিযোগের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর সল্টলেকে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন তৃণমূলের শ্রীরামপুরের বিধায়ক এবং হাসপাতালের রোগী কল্যাণ সমিতি সভাপতি সুদীপ্ত রায়। ইডির দফতরে যাওয়ার আগে, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তিনি। তারপর রবিবার ফের তাঁর বাড়িতে তল্লাশি চালাল CBI।
এদিকে আজই CBI অফিসে হাজিরা দিয়েছিলেন বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে। প্রায় ৫ ঘণ্টা পর জিজ্ঞাসাবাদ শেষে CBI দফতর থেকে বেরিয়ে আসেন বিরূপাক্ষ।