কয়লায় ফের সক্রিয় সিবিআই। বৃহস্পতিবার কলকাতা সহ ১৩টি জায়গায় হানা কেন্দ্রীয় তদন্তকারী দলের। মূলত কলকাতার ভবানীপুর ও পশ্চিম বর্ধমানের কুলটি, আসানসোলে হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, প্রাক্তন সিআইএসএফ কর্তা শ্যামল সিং এবং স্নেহাশিস নামে দুজনের বাড়িতে চলছে জোর তল্লাশি।
ইতিমধ্যেই শ্যামল সিংয়ের ভবানীপুরের দুটি ফ্ল্যাট ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। দুর্গাপুরের বাসিন্দা সৌরভ কুমার এবং মালদহের রতুয়ার কাহালার বাসিন্দা এক প্রাক্তন সিআইএসএফ কর্তার বাড়িতেও হানা সিবিআইয়ের।
সিবিআই সূত্রে খবর, যাদের বাড়িতে তল্লাশি চলছে তাঁরা সকলেই কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করছে, লালাকে মদত দিতেন ইসিএলের আধিকারিকরা। তাঁরাই বিপুল টাকার বিনিময়ে অবৈধ খনি থেকে কয়লা তুলে বাইরে পাচারের কাজে সাহায্য করতেন। সেই কয়লা ভরতি মালবাহী গাড়ি অতি সহজেই চলে যেত রাজ্যের বাইরে।