নিয়োগ দুর্নীতি কাণ্ডে বৃহস্পতিবার 'কালীঘাটের কাকু'-এর বাড়ি হাজির সিবিআই। বৃহস্পতিবার সকালে সুজয়কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে হানা দেয় ৬-৭ জনের সিবিআই দল। বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে চলছে তল্লাশি। উল্লেখ্য, গত মার্চে সুজয়কৃষ্ণকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তলব পেতেই নিজাম প্যালেসে হাজির হন তিনি। সেখানে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।
নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে গোপাল দলপতির কাছ থেকে সুজয়কৃষ্ণ ভদ্রের হদিশ পান গোয়েন্দারা। পরে জানা যায়, 'কালীঘাটের কাকু' বলে পরিচিত সুজয় আদৌও কালীঘাটের বাসিন্দাই নন। তাঁর বাড়ি বেহালায়।