এবার কেষ্ট-ঘনিষ্ঠের রাইস মিলে হানা সিবিআইয়ের। শুক্রবার গরুপাচার কাণ্ডে ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠের রাইস মিলে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রথমে মিলের দরজার তালা খোলা নিয়ে শুরু হয় টালবাহানা। দীর্ঘক্ষণের চেষ্টায় মিলের ভেতরে ঢুকতে পারেন আধিকারিকরা। এরপর শুরু হয় নথিপত্র খতিয়ে দেখার কাজ।
শুক্রবার বোলপুরে ভোলে ব্যোম নামে একটি রাইস মিলে ঢোকেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, এই মিলের মালিক বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে এবং স্ত্রী। মিলের মালিকানায় তাঁদের অংশীদারিত্ব রয়েছে। সিবিআই এই মিলে ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীরা বাধা দেয় বলে অভিযোগ। মিলের গেটে তালা লাগানো ছিল। ডাকাডাকি করলেও প্রথমে কেউ দরজা খুলতে চাননি বলেই অভিযোগ। এক রক্ষী জানান, ‘‘চাবি নেই।’’ প্রায় ৪০ মিনিট টালবাহানার পর রাইস মিলে ঢোকেন সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুন- Howrah Money Recovered: হাওড়া স্টেশন থেকে উদ্ধার ৩৮ লক্ষ টাকা, ২ জনকে আটক করেছে রেলপুলিশ
জানা গিয়েছে, এই মিলেই বসতেন অনুব্রতর মেয়ে সুকন্যা নিজে। যিনি প্রাথমিক স্কুলের শিক্ষিকাও বটে। তাঁর ফেসবুক প্রোফাইলেও এই মিলের নাম লেখা রয়েছে। ২০১১ সালে এই মিলটি জনৈক হারাধন মণ্ডলের কাছ থেকে কিনে নেন অনুব্রত। এর আগে অনুব্রতর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হয়েছে।