গরু পাচার কাণ্ডের (Cow Smuggling Case_ তদন্তে নেমে সিবিআইয়ের (Cbi) নজরে বীরভূমের আরও একটি রাইস মিল (Rice Mill) । সোমবার সকালে বীরভূমের ‘শিবশম্ভু রাইসমিলে’ অভিযান চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । মিলের ভিতরে প্রবেশ করে তল্লাশি শুরু করেছেন তাঁরা । সিবিআই সূত্রের খবর, তদন্তে যে সব তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে । সিবিআই (CBI raids at Shiv Shambu Rice Mill) সূত্রে খবর, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে এই চালকলের ‘যোগ রয়েছে’।
শিব শম্ভু রাইস মিলে গিয়ে এ দিন নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলছে সিবিআই । অনুব্রত নামে বা বেনামে কী সম্পত্তি আছে, সেটা খুঁজে বের করতেই সিবিআই তল্লাশি চালাচ্ছে । জানা গিয়েছে, এই চালকলের অংশীদারিত্ব রয়েছে অনুব্রতের ভাগ্নে রাজা ঘোষের । বোলপুরে রাজার নামে আরও এক চালকল রয়েছে বলে দাবি । বোলপুরে জামবুনি যাওয়ার রাস্তায় ভুবনডাঙা সুকান্তপল্লি এলাকায় প্রায় ১০-১২ বিঘা জায়গার উপর রয়েছে ‘শিবশম্ভু’ চালকলটি । ওই চালকলে ‘অনুব্রত-ঘনিষ্ঠদের’ আনাগোনা ছিল বলে স্থানীয়দের দাবি ।
আরও পড়ুন, Abhishek Banerjee: পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে বিশেষ নজর তৃণমূলের, বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বর্ধমানের অমিত অগ্রবাল নামে এক ব্যক্তি ২০ বছরের জন্য ওই চালকলের লিজ নিয়েছিলেন । পরে তিনি আত্মঘাতী হন। তাঁর মৃত্যুর পর শিবচরণ দাস এবং শিবানী ঘোষ নামে দু’জন লিজ নেন । সেই মেয়াদ শেষ হবে ২০২৩ সালের মার্চ মাসে । স্থানীয় সূত্রে খবর, এই শিবানী ঘোষ অনুব্রতের দিদি । তাঁর ছেলেই হল রাজা ঘোষ । মালিকপক্ষের দাবি, দীর্ঘ ২০ বছর ধরে লিজেই চলছে এই চালকল । লিজ যে কেউ নিতে পারেন । সেটা ‘অনুব্রত-ঘনিষ্ঠ’ও হতে পারেন বা অন্য কেউ । এর সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই ।
উল্লেখ্য, কয়েক দিন আগেই ভোলে ব্যোম রাইস মিলে তল্লাশি চালায় সিবিআই। সেই রাইস মিলের গ্যারাজে দেখা যায় একাধিক বহুমূল্য গাড়ি । সেই সব গাড়ির মালিকানা নিয়েও রয়েছে প্রশ্ন । এছাড়া একাধিক সূত্রও উঠে আসে ।