‘বহত্ কুছ মিলা…’ এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya) বাঁশদ্রোণীর ফ্ল্যাটে ৮ ঘণ্টা জেরার পর রাত দেড়টা নাগাদ বেরিয়ে আসার মুখে এমনই প্রতিক্রিয়া কেন্দ্রীয় সংস্থার আধিকারিকের।
বৃহস্পতিবার বিকাল পাঁচটা নাগাদ সিবিআই আধিকারিকরা বাঁশদ্রোণীর ফ্ল্যাটে ঢোকেন। তল্লাশি, জিজ্ঞাসাবাদ সেরে বেরোন রাত ১টায়। পাঁচ সদস্যের প্রতিনিধি দলের জেরার মুখে পড়তে হয় এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানকে।
Durand Cup Derby: ডার্বিতে টিকিটের হাহাকার, কোথায় মিলবে? দাম কত?
বাগ কমিটির রিপোর্টের সঙ্গে তাঁর বয়ানের অমিল কেন, অটো জেনারেটেড সই দিয়ে চাকরি হল কীভাবে, এ ধরণের কিছু প্রশ্নের মুখে পড়তে হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যকে। জানা যাচ্ছে, সুবীরেশ দাবি করেছেন, তিনি সব আইন মেনেই করেছেন।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সিবিআইয়ের (CBI) ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার দুপুরে কলকাতায় আসেন সুবীরেশ ভট্টাচার্য। বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য তিনি।
কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নে অত্যন্ত জোরের সঙ্গেই বলেছিলেন তাঁর মেয়াদকালে দুর্নীতি হয়নি, কিন্তু সিবিআই এর জেরার মুখে কিছুটা সুর নরম এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya)। বৃহস্পতিবার দুপুরে সস্ত্রীক কলকাতা এসেছেন সুবীরেশ। কেন্দ্রীয় গোয়ান্দাদের প্রশ্নে সুবীরেশ ভট্টাচার্যের মুখে শোনা গেল 'পদ্ধতিগত ত্রুটি', 'স্ক্যান সই'ব্যবহারের প্রসঙ্গ।
এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন বিচারপতি আর কে বাগ আদালতে একটি রিপোর্ট জমা দিয়েছেন। ওই রিপোর্টে জানানো হয়, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি-তে ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। তাদের মধ্যে ২২২ জন পরীক্ষা দেননি বলেও অভিযোগ উঠেছে। বাগ কমিটির রিপোর্টে সুবীরেশ ভট্টাচার্যের নাম ছিল।