চিটফাণ্ড কাণ্ডের তদন্তে এবার বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে হানা দিল সিবিআই। রবিবার সকালেই হানা দেন সিবিআইয়ের আধিকারীকরা। একইসঙ্গে হানা দেওয়া হয়েছে এই ঘটনায় গ্রেফতার হালিশহর পুরসভার তৃণমূল চেয়ারম্যান রাজু সাহানির এক ঘনিষ্ঠের বাড়িতেও। সিবিআই সূত্রে খবর, বীজপুরের ছয় জায়গায় তল্লাশি চলছে। বিধায়ক ছাড়াও তল্লাশি অভিযান চলছে কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী, ওই পুরসভার কাউন্সিলর ঝুম্পা সিংয়ের বাড়িতেও।
উল্লেখ্য, সানমার্গ চিটফান্ড কাণ্ডে ইতিমধ্যেই রাজুকে গ্রেফতার করেছে সিবিআই। শনিবার তাঁকে আদালত পেশ করা হয়েছিল। আদালত রাজুকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। রাজনৈতিক মহলের দাবি, গ্রেফতার রাজু বীজপুরের তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাঁকে জেরা করেই হয়তো এদিন বিধায়কের বাড়িতে হানা দিয়েছে সিবিআই।
এদিকে বিধায়কের বাড়িতে সিবিআই হানা নিয়ে প্রতিক্রিয়ায় দমদমের সাংসদ সৌগত রায় জানান, সিবিআই সবার বাড়িতেই যেতে পারে। কিন্তু আদালতে দোষ প্রমাণ করতে হবে। এখনও পর্যন্ত অনেক হানাই হয়েছে, কিন্তু আদালতে দোষ প্রমাণিত হয়নি।