এসএসসি দুর্নীতি মামলায় এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হানা সিবিআইয়ের। বুধবার সিবিআইয়ের ১২ জনের একটি দল বিশ্ববিদ্যালয়ে আসে। বর্তমান উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য দফতরে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। এসএসসির গ্রুপ ডি, গ্রুপ-সি ও শিক্ষক নিয়োগ মামলায় ভুয়ো নিয়োগের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার দিলীপ রায় ও ডেপুটি রেজিস্ট্রার স্বপন রক্ষিতকে তলব করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।
আরও পড়ুন: এবার প্রশ্নের মুখে পার্থর পিএইচডি ডিগ্রি, দু'দিন এসেও কীভাবে ৭৫% হাজিরা?
এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন বিচারপতি আর কে বাগ আদালতে একটি রিপোর্ট জমা দিয়েছেন। ওই রিপোর্টে জানানো হয়, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি-তে ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। তাদের মধ্যে ২২২ জন পরীক্ষা দেননি বলেও অভিযোগ উঠেছে। বাগ কমিটির রিপোর্টে সুবীরেশ ভট্টাচার্যের নাম ছিল।