তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ৫ দিনের হেফাজতে চাইল সিবিআই। শুক্রবার আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে জীবনকৃষ্ণ। চাকরিপ্রার্থীদের থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ সিবিআইয়ের। তাঁদের দাবি, নিয়োগ দুর্নীতিতে তিনি এজেন্ট হিসাবে কাজ করেছেন।
অন্যদিকে, বৃহস্পতিবার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ব্যবহৃত দুটি ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে সিবিআই। উল্লেখ্য, সিবিআই হানা দিতেই নিজের দুটি ফোন বাড়ির পাশের পুকুরে ফেলে দেন বড়ঞার বিধায়ক। তারপর টানা আড়াইদিন পুকুরের সমস্ত জল ছেঁচে খুঁজে দেখেন কেন্দ্রীয় তদন্তকারীরা। অবশেষে দু’টি মোবাইলই পুকুরের পাঁক থেকে উদ্ধার করে সিবিআই।
আরও পড়ুন- Recruitment Scam: শুক্রবার বিকেলে তেহট্টে হানা, তাপস সাহার বাড়ি-অফিসে তালা দিল সিবিআই