২ দিন ধরে তল্লাশি চালিয়ে SSC দফতর থেকে প্রচুর নথি, ফাইল, হার্ডডিস্ক বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI। আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই দফতর সিল করে দেওয়া হয়। সূত্রের খবর, শনি ও রবিবার তল্লাশি চালিয়ে SSC দফতরের নথি বাজেয়াপ্ত করে CBI। ৮-১০টি হার্ড ডিস্ক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
SSC দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর এবার ইডি-ও (ED) হস্তক্ষেপও করেছিল। সিবিআইয়ের কাছে নথি চেয়ে পাঠিয়েছিল ইডিও। সূত্রের খবর, FIR-এর কপি ও যাবতীয় নথি চেয়ে পাঠিয়েছেন ইডি কর্তারা। চাকরির বিনিময়ে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে মনে করছে ইডি। সিবিআইয়ের নথি ও বাগ কমিটির রিপোর্টও খতিয়ে দেখেছে ইডি। কীভাবে মামলা রুজু করা হবে, কীভাবে মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে, তাও সিদ্ধান্ত নেবে ইডি।
আরও পড়ুন: একমাসে দ্বিতীয়বার জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী, পুরুলিয়ায় আজ প্রশাসনিক বৈঠক
তদন্ত শুরুর পরই স্কুল সার্ভিস কমিশনের দফতরে CRPF কর্মীরা পাহারা শুরু করে। আদালতের নির্দেশের পরই ডেটাবেস রুম সিল করেছিল CBI। উল্লেখ্যে এই মামলায় হাই কোর্টের নির্দেশের পরই তদন্ত শুরু করে সিবিআই। এরপর রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে কয়েকদফা জেরা করেন সিবিআই আধিকারিকরা।