বুধবার দিনভর বীরভূমের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬.৯৭ কোটি টাকার হদিস পেল সিবিআই। সিবিআই সূত্রে খবর, বিপুল পরিমাণ টাকার অঙ্ক বিভিন্ন জেলার বিভিন্ন ব্যাঙ্কে মূলত ফিক্সড ডিপোসিট হিসাবে রয়েছে। ওই অ্যাকাউন্টগুলিকে বন্ধ এবং তার লেনদেন বন্ধের জন্য ইতিমধ্যেই ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে খবর তদন্তকারীদের সূত্রে।
এদিন, অনুব্রতের মেয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে বাড়িতে গিয়েছিল সিবিআই। সিবিআই সূত্রে জানা যায়, সুকন্যাকে নোটিস দেওয়া হয়েছে। এর পর বোলপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখাতেও যান তদন্তকারীরা। ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে কথা বলার পর তাঁরা সেখান থেকে বেরিয়ে যান। সূত্রের খবর, ওই ব্যাঙ্কে অনুব্রত ও তাঁর কন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে।
সিবিআই সূত্রেই দাবি, ইতিমধ্যেই সুকন্যার সম্পত্তির হিসাব জানতে চাওয়া হয়েছে অনুব্রতের ব্যক্তিগত হিসাবরক্ষক মণীশ কোঠারির কাছে। তদন্তকারী সংস্থার সূত্রের তরফে দাবি করা হয়েছে, সুকন্যার নামে একাধিক কোম্পানি রয়েছে। অনুব্রতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশেষ লেনদেন না হলেও সেই সব কোম্পানিতে প্রচুর অর্থের লেনদেন হয়েছে।