গরুপাচার মামলায় (Cow Smuggling Case) এবার তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে (Dev) তলব করল CBI । এই মামলায় দেবকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI । ওই নোটিসে আগামী ১৫ ফেব্রুয়ারি তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ।
বহুদিন ধরেই অভিযোগ উঠছিল, গরুপাচার বা বেআইনি কয়লা পাচারের টাকার ক্ষেত্রে টলিউডের কোনও না কোনওভাবে যোগ রয়েছে । তবে গরুপাচার কাণ্ডের সঙ্গে দেব কীভাবে যুক্ত, সেই বিষয়ে কিছু জানা যায়নি । CBI সূত্রে খবর, বিভিন্ন সাক্ষীর বয়ানে উঠে এসেছে দেবের নাম । একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে দেবকে তলব করা হয়েছে ।
গরুপাচার কাণ্ডের তদন্তে রাজ্য পুলিশের বেশ কয়েক জন কর্তা ও নিচু তলার কিছু ইনস্পেক্টরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে CBI ও ইডি । রাজ্যের এক মন্ত্রী এবং আইনজীবীকেও তলব করা হয়েছে ।