প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। এবার দুই প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র চেয়ে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। ইতিমধ্যেই এই মর্মে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার তদন্ত এখন সিবিআইয়ের হাতে। ফলে অবিলম্বে নিয়োগপত্রের আসল কপি পর্ষদের অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষা চেয়ারম্যানের উদ্দেশ্যে পর্ষদ সভাপতি আর সি বাগচী এই নির্দেশিকা জারি করেছেন। ওই দুই শিক্ষকের আসল কপি পর্ষদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা চেয়ারম্যানকে। ওই বিজ্ঞপ্তিতে দু’জন চাকরিপ্রাপকের নাম, রোল নম্বরও উল্লেখ করে দেওয়া হয়েছে। পরিচয় সরকার এবং ঈশিতা নিয়োগী নাম দুই প্রাথমিক শিক্ষকের নাম-রোল উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন- Unnatural death in salt Lake: সল্টলেকের গেস্ট হাউজে যুবকের রহস্যমৃত্যু, উদ্ধার সঙ্গী তরুণী
বিজ্ঞপ্তির শেষে ‘এক্সট্রিমলি আর্জেন্ট’ বলে লেখা থাকায় এই বিজ্ঞপ্তিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছেন রাজ্যের শিক্ষামহল। তবে শুধুমাত্র এই দু'জনকেই কেন ডাকা হল, তা নিয়েও ধন্দে পর্ষদের আধিকারিকরা।