নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জীবনকৃষ্ণ সাহার আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার উদ্যোগ নিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ধৃত বড়ঞার তৃণমূল বিধায়কের বেশকিছু অ্যাকাউন্ট থেকে নিয়মবহির্ভূত বহু টাকার লেনদেনের হিসাব মিলেছে। এছাড়া খোঁজ মিলেছে তাঁর আরও কয়েক কোটির সম্পত্তির। ফলে রীতিমতো তথ্য সংগ্রহ করেই এবার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজের প্রক্রিয়া শুরু করল সিবিআই। নিজের নামে ছাড়াও স্ত্রী টগরী সাহার নামেও একাধিক অ্যাকাউন্টে জীবনের কোটি কোটি টাকার হদিশ মিলেছে। ফলে সেই অ্যাকাউন্টগুলিকেও কড়া নজরে রাখছেন সিবিআই আধিকারিকরা।
জানা গিয়েছে, মুর্শিদাবাদ ছাড়াও বীরভূমের সাঁইথিয়ায় একাধিক সম্পত্তি রয়েছে তৃণমূল বিধায়কের। সেই জমির আনুমানিক বাজারমূল্য প্রায় চার-পাঁচ কোটি টাকা। এছাড়া বোলপুরের বিভিন্ন এলাকায় এই বিধায়কের প্রায় ৬ কোটি টাকার জমি রয়েছে বলে খবর। এছাড়া জীবনকৃষ্ণের স্ত্রী টগরের নামেও আন্দি বাজার এলাকায় প্রায় দু’কোটি টাকার জমি এবং বাড়ি আছে।