হাঁসখালির ঘটনায় (Hanskhali Rape Case) সিবিআই নির্দেশ দেওয়ার সময় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দিয়েছিল ২ মে এই ব্যাপারে তদন্তের অগ্রগতি সম্পর্কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রিপোর্ট জমা দিতে হবে । সোমবার আদালতে এই ঘটনার তদন্তে সম্পূর্ণ রিপোর্ট জমা দিতে পারল না সিবিআই । আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী এই ব্যাপারে আরও কিছুদিন সময় চেয়েছেন । প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চের কাছে সিবিআইয়ের দাবি, ঘটনার তদন্ত এখনও চলছে । তাই সম্পূর্ণ রিপোর্ট তৈরি করতে গেলে আরও সময় লাগবে । সিবিআই (CBI), দু সপ্তাহের সময় চেয়ে নিয়েছে । হাঁসখালি ধর্ষণ-কাণ্ডের পরবর্তী শুনানি ১৭ মে ।
হাঁসখালি ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে মূল অভিযুক্তের বাবা তথা তৃণমূল নেতা সমরেন্দু গোয়ালাকে গ্রেফতার করেছে সিবিআই । ঘটনার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না । পরে তাঁর খোঁজ পাওয়া যায় । তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে কৃষ্ণনগরের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডাকা হয় । জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয় তাঁকে । সিবিআই আধিকারিকরা মনে করছেন, প্রধান অভিযুক্ত ব্রজগোপালের বাবা সমরেন্দুকে জেরা করে হাঁসখালি কাণ্ডের অনেক তথ্য সামনে আসবে ।
আরও পড়ুন, Garfa Murder Update: বিয়ের কথা চলাকালীন নতুন সম্পর্কে জড়ায় প্রেমিকা, জেরায় খুনের কথা কবুল অভিযুক্তের
এদিকে, হাঁসখালির ঘটনা নিয়ে সোমবার আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে । প্রধান বিচারপতির বেঞ্চে দায়ের হওয়া এই জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়েছে, গত কয়েকদিন আগে ঘটনাস্থলে গিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করেই হাঁসখালির নির্যাতিতা ও তার পরিবারের নাম প্রকাশ করেছেন বিজেপি নেত্রী ।