পুর নিয়োগ দুর্নীতি মামলায় বরানগরের পর এবার কামারহাটি। তৃণমূল পরিচালিত মদন মিত্রের বিধানসভা কেন্দ্রের এই পুরসভার কাছে কাছে নথি চেয়ে পাঠাল সিবিআই। শুধু নথিই নয়। পুরসভার ৩৪ জন কর্মীকেও তলব করা হয়েছে বলেও খবর। এর আগেও এই দুর্নীতি মামলায় পুরসভার ১৮ জনকে তলব করা হয়েছিল।
পুরসভার পুরপ্রধান গোপাল সাহা জানিয়েছেন, সিবিআইয়ের নির্দেশ মতো নথি পাঠানো হয়েছে। এমনকি পুরসভার কর্মীরাও তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিচ্ছেন। এরপরেও যা যা নির্দেশ আসবে, মেনে চলা হবে।
আরও পড়ুন - মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনে ভুল! সংশোধন না করলেই স্কুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা
নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় ধৃত অয়ন শীলের একটি সংস্থার মাধ্যমে মোট ১৪টি পুরসভায় টাকার বিনিময়ে কর্মী নিয়োগ করা হয়েছিল। সেই পুরসভার তালিকার মধ্যেই রয়েছে কামারহাটি।