হাঁসখালি কাণ্ডের(Hanskhali Rape Case) তদন্তে এবার সিবিআই (CBI) দফতরে ডাকা হল নির্যাতিতার মা ও জ্যাঠতুতো দাদাকে। শনিবার বিকেলে তাঁদের সিবিআই আধিকারিকদের(CBI Officers) সামনে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে। এই প্রথম হাঁসখালি কাণ্ডে কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই(CBI)। গত তিনদিন ধরে অভিযুক্ত ও নির্যাতিতার বাড়িতে দুটি দলে ভাগ হয়ে তদন্ত করেছিলেন সিবিআই আধিকারিকরা। এরপর শনিবার ডেকে পাঠানো হয়েছে নির্যাতিতার মা ও দাদাকে।
ওই নির্যাতিতা যে ঘরে থাকত সেখান থেকে একটি মশারি, সাইকেল, ব্যবহৃত একটি কালো রঙের ওড়না, নির্যাতিতার ব্যবহার করা আরও কিছু জিনিসপত্র শুক্রবার সংগ্রহ করে সিবিআই। সঙ্গে ছিল ফরেনসিক দলও(Central Forensic Team)। মেয়েটির ঘরে যে তোশকে রক্ত লেগেছিল, সেখান থেকেও নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। দুটি বস্তাতে সেই সমস্ত জিনিসপত্র ভরে নিয়ে যান তাঁরা।
বৃহস্পতিবার হাঁসখালিতে কেন্দ্রীয় ফরেনসিক টিম (Central Forensic Team) এসেছিল। অভিযুক্তের বাড়ির মেঝে থেকে বীর্যের দাগ পাওয়া গিয়েছে বলে খবর। ধৃতের ডিএনএ(DNA) পরীক্ষায় সেই নমুনা সঙ্গে মেলে কিনা, তা দেখা হবে। বেশ কিছু হাতের ছাপও সংগ্রহ করেছে ফরেনসিক দল। ওদিকে সিবিআই ও ফরেনসিকের আরও একটি দল নির্যাতিতার বাড়িতে যান। সেখানে তার ব্যবহার করা কিছু জিনিসপত্র সিবিআই(CBI) নিয়েছে। তোশকে যে রক্ত লেগে ছিল, সেখান থেকেও নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। একটি মশারি, সাইকেল, ব্যবহৃত ওড়না ও ব্যবহার করা কিছু জিনিসপত্র নিয়ে গিয়েছে ফরেনসিক দল।