তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ফের তলব সিবিআইয়ের (CBI) । তবে, এবার তাঁকে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) তলব করা হয়েছে । আজ, মঙ্গলবার দুপুর একটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে তাঁকে । কিন্তু, এদিন আদৌ অনুব্রত সিবিআই দফতরে হাজিরা দেবেন কি না সেই বিষয়ে সন্দেহ রয়েছে । উল্লেখ্য, এর আগেও ভোট-পরবর্তী হিংসায় তাঁকে তলব করেছিল সিবিআই (CBI summons Anubrata Mondal) । কিন্তু কোনওবারই তিনি হাজিরা দেননি ।
অনুব্রতর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মঙ্গলবার হয়তো সিবিআই আধিকারিকদের মুখোমুখি হচ্ছেন না কেষ্ট । কারণ, তাঁর শারীরিক অসুস্থতা । এখনও পর্যন্ত সেরকমই জানা গিয়েছে । সেক্ষেত্রে, তাঁর হাজিরা দেওয়ার কারণ জানাতে সিবিআই দফতরে যেতে পারেন অনুব্রতর আইনজীবী ।
বৃহস্পতিবার গরু পাচার কাণ্ডে সিবিআই কর্তাদের সামনে হাজির হয়েছিলেন অনুব্রত(Anubrata Mondal)। জেরাপর্ব মিটিয়ে এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষাও করান অনব্রত । চিকিৎসকেরা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন বলে অনুব্রতর ঘনিষ্ঠ সূত্রের খবর । শুক্রবারই প্রায় দেড়মাস পর নিজের বীরভূমের বাড়িতে ফেরেন অনুব্রত । বীরভূম ফিরে অনুব্রত(Anubrata Mondal) জানান, তিনি সম্পূর্ণ সুস্থ । এর কয়েকদিন কাটতে না কাটতেই তাঁকে ফের তলব করল সিবিআই । তবে এবার ভোট-পরবর্তী হিংসা মামলায় তাঁকে তলব করা হয়েছে । এদিন, সিবিআই দফতরে অনুব্রত হাজিরা দেন কি না সেদিকেই সবার নজর থাকবে ।