লটারি কাণ্ডে ফের বীরভূমে হানা দিল সিবিআই। বৃহস্পতিবার সকালেই নানুরের বড়শিমুলিয়া গ্রামে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। সেখানে গিয়ে শেখ নুর আলিকে নোটিশ ধরায় সিবিআই। তদন্তকারীদের দাবি, এই নুরই হয়তো আদতে এক কোটির টিকিট জেতেন। কিন্তু পরে তা পৌঁছে যায় বীরভূমের বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রতর হাতে। এদিন সকালে রতনকুঠি এসে পৌঁছান নুর ও তাঁর বাবা।
অন্যদিকে, অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল টাকার উৎস অনুসন্ধানে নেমে বুধবার বীরভূমের একটি বেসরকারি ব্যাঙ্ক সংস্থার এক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই তদন্তকারীরা। পরবর্তীতে আরও কয়েকজন ব্যাঙ্ক আধিকারিককে ডেকে অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠদের নথি চাওয়া হতে পারে বলেই খবর।
আরও পড়ুন- Anubrata Mondal: অনুব্রত এবং ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে ১০ কোটি! সিবিআই তলব ব্যাঙ্ক কর্মীদের
গরুপাচার মামলায় একের পর এক নয়া তথ্য পেয়ে চলেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অনুব্রত-সুকন্যার পর গরুপাচারের 'কিং-পিন' এনামুলের নামে মিলেছে লটারির ষষ্ঠ টিকিট। মূলত এই লটারির মাধ্যমে কালো টাকা সাদা করা হত বলেই দাবি সিবিআই আধিকারিকদের।