সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব সিবিআইয়ের । মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে তাঁকে । সোমবারই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই কোনও জিজ্ঞাসাবাদ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । শীর্ষ আদালতের এই রায়ের পরেও এদিন এদিন দুপুর ১টা নাগাদ অভিষেককে নোটিস পাঠায় সিবিআই । আদালতের নির্দেশকে উপেক্ষা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন নোটিস পাঠানো হল, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে । সিবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলেছে তৃণমূল ।
সম্প্রতি নিয়োগ দুর্নীতির শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে নির্দেশ দিয়েছিলেন, প্রয়োজনে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি ও সিবিআই । সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল তৃণমূল সাংসদ । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে এদিন কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট । বলা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই কোনও জিজ্ঞাসাবাদ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । কিন্তু, সুপ্রিম নির্দেশের কয়েক ঘণ্টা পরেই অভিষেককে নোটিস পাঠায় সিবিআই । এই ঘটনায় সরব হয়েছে তৃণমূল ।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের অভিযোগ ছিল তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সংশোধনাগার থেকেই একটি চিঠিও লিখেছিলেন কুন্তল। সেই চিঠির ভিত্তিতে অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।