চিটফান্ড মামলায় সুবোধ অধিকারীকে আবার তলব করল সিবিআই। বুধবারই তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও মঙ্গলবারের মতো বুধবারও বিধায়ক তাঁর আইনজীবীদের পাঠান সিবিআই দফতরে। সিবিআইয়ের কাছে ফের সময় চেয়ে আবেদন বীজপুরের বিধায়কের।
মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয় বীজপুরের তৃণমূল বিধায়ককে। কিন্তু তিনি ১৫ দিন সময় চান। আইনজীবী মারফত খবর পাঠিয়েছিলেন, তদন্তে সহযোগিতা করবেন। কিন্তু তাঁকে এই সময় দেওয়া হোক। কিন্তু সূত্রের খবর, বুধবারই তাঁকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
মঙ্গলবার সানমার্গ চিটফাণ্ড মামলায় বিভিন্ন তথ্য জানতে সুবোধকে ভারতীয় দণ্ডবিধির ৯১ ধারায় নোটিস পাঠায় সিবিআই। সূত্রের খবর, ওই চিটফান্ড কাণ্ডে ধৃত হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির সঙ্গে যোগ থাকার কারণেই বিধায়ককে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।