গরু পাচার তদন্তে আরও সক্রিয় সিবিআই। বুধবার কাকভোরে বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে আটক করেন তাঁরা। দফায় দফায় তল্লাশি চলে তাঁর বাড়িতে। পাশাপাশি তাঁর অনুগামী ব্যবসায়ী সুদীপ রায়ের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই ।
জানা গিয়েছে, বুধবার ভোরে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় ঢোকে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশি চালানো হয় তিন-চার জনের বাড়িতে। তার মধ্যে উল্লেখযোগ্য নাম বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়। এই কাউন্সিলর অনুব্রতর ঘনিষ্ঠ। অনুব্রতর কাজের দেখভাল করতেন তিনি। অনুব্রত মণ্ডলের বাড়িতেই থাকতেন দিনের বেশিরভাগ সময়। এবারও তিনি ওই ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। তাঁর কাছ থেকেই গরু পাচার সংক্রান্ত মামলার একাধিক তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন- Anubrata Mondal : বিপুল সম্পত্তির উৎস সন্ধানে অনুব্রতকে জেরা, কেষ্টকে কী কী প্রশ্ন করেছিল CBI ?
উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলায় কিছুদিন আগেই বোলপুরের উত্তরনারায়ণপুর এলাকায় ৩ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করে সিবিআই। ধৃত নেতাদের নাম পঞ্চানন খাঁ, বাদল শর্মা আর তীর্থনাথ মাহারা।