কয়েক বছর আগে টেট দুর্নীতি প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস তাঁর বিধানসভা অঞ্চলে এক 'রঞ্জন'-এর কথা ফাঁস করেন। পরবর্তীতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টে শুনানিতে প্রকাশ পায় সেই ‘রঞ্জন’ আসলে চন্দন মণ্ডল। বৃহস্পতিবার সেই চন্দন মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে দু’টি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনী এনে চন্দনের বাড়িতে যান তদন্তকারীরা। সিবিআইয়ের প্রতিনিধি দলে ছিলেন ছ’জন। সূত্রের খবর, দীর্ঘক্ষণ চন্দনের বাড়িতে তল্লাশি চালানো হয়। বিকেল ৪টে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। তল্লাশি চালিয়ে কী পাওয়া গেল, এ ব্যাপারে তাঁদের প্রশ্ন করা হলেও মুখ খুলতে রাজি হননি তাঁরা।
আরও পড়ুন- CM speaks on Mahua Moitra:ভুল করার অধিকার মানুষের আছে, মহুয়া বিতর্কে পরোক্ষে মুখ খুললেন মমতা
বছরখানেক আগে ‘সৎ রঞ্জন’ নামে একটি ভিডিয়ো ইউটিউবে প্রকাশ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। ওই ভিডিয়োয় তিনি দাবি করেছিলেন, উত্তর ২৪ পরগনার বাগদার জনৈক রঞ্জন টাকা নিয়ে বহু লোককে স্কুলের চাকরি পাইয়ে দিয়েছেন। গোপনীয়তার স্বার্থে ওই সময় রঞ্জনের আসল নাম প্রকাশ্যে আনেননি উপেন। পরে অবশ্য শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার শুনানিতে সেই ব্যক্তির প্রকৃত নাম যে চন্দন মণ্ডল তা প্রকাশ্যে আসে। এর পরেই উচ্চ আদালতের নির্দেশে চন্দনের বিরুদ্ধে অভিযোগের তদন্তে নামে সিবিআই। চন্দনের নামে দায়ের হয় এফআইআর।