বীরভূমের (Birbhum) রামপুরহাট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় দমকলের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে সিবিআই (CBI)। দমকলের আধিকারিকদের ডেকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে।
পাশাপাশি, মঙ্গলবার বাতাসপুর থেকে মিহিলাল শেখকে অস্থায়ী ক্যাম্পে নিয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। সোমবারও জিজ্ঞাসাবাদের জন্য মিহিলালকে নিয়ে যাওয়া হয়েছিল ওই অস্থায়ী ক্যাম্পে। ধৃত তৃণমূল (TMC) ব্লক সভাপতি আনারুল হোসেনের সঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল মিহিলালকে। বুধবারও রামপুরহাটের আইসি ত্রিদীপ প্রামাণিক, আনারুল-সহ অন্যান্য অভিযুক্তদের সঙ্গে মিহিলালকে বসিয়ে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আরও পড়ুন : Rampurhat Clash: জেরার মুখে কেঁদে ফেললেন আনারুল, জিজ্ঞাসাবাদ করা হবে মিহিলালকে
মঙ্গলবার সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে গিয়েছেন সাসপেন্ড হওয়া আইসি ত্রিদীপ প্রামাণিক। তাঁকেও জিজ্ঞাসাবাদ শুরু করছেন সিবিআই আধিকারিকেরা।
রামপুরহাট থানার সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখবে সিবিআই। ঘটনার সময় থানায় কোন পুলিশকর্মীরা উপস্থিত ছিলেন, তা জানতে চায় সিবিআই।