হাঁসখালি ধর্ষণ( Hanshkhali rape) কাণ্ড মামলায় CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২ মে'র মধ্যে এই মামলা সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। মঙ্গলবার হাই কোর্টের(Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আদালতের নজরদারিতে এই মামলার তদন্ত হবে।
মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি হয়।
আরও পড়ুন: প্রতিবন্ধী যুবতীকে তুলে নিয়ে গিয়ে 'ধর্ষণ', রক্তাক্ত অবস্থায় আদালতে নির্যাতিতা
ডিভিশন বেঞ্চে জানিয়েছে, এই মামলায় নির্যাতিতার পরিবার পাশাপাশি রাজ্যবাসীর বিশ্বাস অক্ষুন্ন রাখতে তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে ।আদালত জানিয়েছে, তদন্তের অগ্রগতি সম্পর্কে এর অগ্রগতি সম্পর্কে সিবিআই রিপোর্ট জমা দেবে আদালতে।
হাঁসখালি ধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত সরকারের কাছে তদন্ত সংক্রান্ত যে সমস্ত নথি এবং কাগজপত্র রয়েছে তা রাজ্যকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।