এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা(TMC MLA Saokat Molla)। তাঁকে শুক্রবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে(Nizam Palace) ডেকেছে সিবিআই। বুধবার শওকতকে নোটিস পাঠিয়েছে সিবিআই(CBI)। সশরীরে হাজিরা দেওয়ার পাশাপাশি পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড নিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে ব্যাঙ্ক লেনদেনের নথিপত্রও নিয়ে যেতে বলা হয়েছে। এমনকি, তাঁর নামে যদি কোনও ব্যবসা বা সংস্থা থাকে, তা হলে সেই সংক্রান্ত সমস্ত নথিও নিয়ে যেতে বলা হয়েছে।
তবে এই প্রসঙ্গে বৃহস্পতিবার ক্যানিং পূর্বের বিধায়ক(Saokat Molla) বলেন, ‘‘এই বিষয়ে আমি এখনই কোনও মন্তব্য করব না। যা বলার পরে বলব।’’ উল্লেখ্য, বেশ কিছু দিন আগেই ভাঙড়ের আইএসএফ(ISF) বিধায়ক নৌশাদ সিদ্দিকি(Nawsad Siddique) কয়লাকাণ্ডে এই তৃণমূল বিধায়ককে সিবিআই হেফাজতে(CBI custody) নেওয়ার দাবি জানান। তা নিয়েও কম বিতর্ক হয়নি। এবার সিবিআই তলবে শওকত আদৌও সাড়া দেবেন কিনা, এখন তাই দেখার।
আরও পড়ুন- Swastha Sathi Corruption: স্বাস্থ্যসাথী কার্ডে ব্যাপক দুর্নীতি, ২৩ নার্সিংহোমকে ৫.৩১ কোটির জরিমানা
সম্প্রতি তৃণমূলের কয়েক জন নেতা-মন্ত্রীকে নানা মামলায় তলব করেছে সিবিআই(CBI)। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে(Partha Chatterjee) এসএসসি-দুর্নীতি মামলায় তলব করা হয়েছে। এসএসসি নিয়োগে দুর্নীতি(SSC Teacher Recruitment Scam) মামলায় তলব করা হয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকেও(Paresh Adhikari)। পাশাপাশি গরু পাচার এবং ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে(Anubrata Mondal)।