প্রকাশিত হল ২০২৪ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সূচি। পরের বছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দশম শ্রেণির পরীক্ষা। চলবে ১৩ মার্চ পর্যন্ত। এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২ এপ্রিল পর্যন্ত। মঙ্গলবার সন্ধে নাগাদ বোর্ডের তরফে ওই ঘোষণা করা হয়।
মোট ৫৫ দিন ধরে দুটি শ্রেণির পরীক্ষা নেওয়া হবে। সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষাগ্রহণ হবে। উল্লেখ্য, চলতি বছরেও ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছিল।
প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৪ সালের ১৫, ১৬, ১৭, ১৯, ২০, ২১, ২৩, ২৪, ২৬, ২৮ ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ২, ৪, ৫, ৭, ১১ এবং ১৩ তারিখ দশম শ্রেণির পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে দশম শ্রেণির পরীক্ষা নেওয়া হবে ১৫, ১৬, ১৭, ১৯,২০, ২১, ২২, ২৩, ২৪, ২৬, ২৭, ২৮, ২৯ ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ১, ৪, ৫, ৬, ৭, ৯, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ২৬, ২৭, ২৮, ৩০ তারিখ। এছাড়াও এপ্রিল মাসের ১ ও ২ তারিখও পরীক্ষার দিন ধার্য করা হয়েছে।