গণনা কেন্দ্র থেকে CCTV ক্যামেরা চুরি হওয়ার ঘটনায় বিডিওর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ আদালত থেকে বাঁচতে মিথ্যা অভিযোগ করছেন বিডিও।
জানা গিয়েছে, গণনার দিন বালুরঘাট কলেজ থেকে CCTV ক্যামেরা চুরির অভিযোগ তোলেন সেখানকার বিডিও। থানায় অভিযোগও দায়ের করা হয়। এরপরেই, বিডিওর অভিযোগকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁর বক্তব্য, পরিকল্পনা করেই CCTV চুরির অভিযোগ করা হয়েছে। পাশাপাশি BDO-র বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি।
বালুরঘাটের বিডিও নিজেই থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে জানানো হয়েছে, বালুরঘাট কলেজে ভোট গণনা কেন্দ্রের CCTV এবং তার হার্ড ডিস্ক চুরি হয়েছে। এর পরেই চাপনউতোর শুরু হয়। সুকান্তর অভিযোগ, আদালতে যাওয়ার ভয় থেকেই আগে থেকে পরিকল্পিত ভাবে এই কাজ করা হয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগকে আমোল দিতে চায়নি। তাদের দাবি, সম্পূর্ণ ভিত্তহীন অভিযোগ।