শক্তিগড়ে কয়লা ব্যবসায়ী রাজু ঝা খুনে নয়া মোড়। প্রকাশ্যে এল গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে, হলুদ জামা পরা এক যুবক বেশ কিছুক্ষণ ধরে রাজুর এসইউভি গাড়ির সামনে ঘোরাফেরা করেন। সেই সময় কাছেই ছিলেন ঝালমুড়ি বিক্রেতা এবং নীল জামা পরিহিত আরেক ব্যক্তি। এরপর আচমকাই গাড়ির সামনের জানলা দিয়ে মুখ বাড়িয়ে গুলি চালান সেই হলুদ জামা। তবে মাঝপথে বন্দুক পড়ে যাওয়ার পরেও ফের বন্দুক নিয়ে রাজুর গাড়ির সামনে ফিরে আসেন তিনি। পুলিশের অনুমান, মৃত্য়ু নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেন ওই যুবক।
কিন্তু ভিডিও প্রকাশ পেতেই ওই নীল জামা পরা ব্যক্তি এবং ঝাল্মুড়ি বিক্রেতার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চোখের এত কাছে খুন দেখার পরেও কীভাবে নির্লিপ্ত থাকলেন ওই মুড়ি বিক্রেতা,তা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ সবাই ছুটোছুটি করলেও তিনি ঠায় দাঁড়িয়ে ছিলেন। এছাড়া ঘটনার পর থেকে ওই নীল জামা পরা ব্যক্তিটিকেও আর ক্যামেরায় দেখা যায়নি।
আরও পড়ুন- IMA on Covid: দেশজুড়ে বাড়ছে কোভিড, সংক্রমণের কারণ ব্যাখ্যা করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন