রবিবাসরীয় ব্রিগেডের জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পিছনে পিছনে র্যাম্পে হাঁটলেন তৃণমূলের প্রার্থীরা। তালিকায় রয়েছেন বিনোদন জগতের একাধিক হেভিওয়েট তারকারা। র্যাম্পে তৃণমূল নেত্রীর একেবারে নাতি দূরে হাঁটলেন বাংলার ‘দিদি নং ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়।
Hooghly TMC Candidate: হুগলিতে বিজেপি নেত্রী লকেটের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী 'দিদি নং ওয়ান' রচনা
তালিকায় হুগলি থেকে রচনা, যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী সায়নী ঘোষ, মেদিনীপুর থেকে জুন মালিয়া, গতবারের মতোই ঘাটাল থেকে দীপক অধিকারী (দেব), আসানসোলে শত্রুঘ্ন সিনহা এবং বীরভূমে শতাব্দী রায়। এর আগের বারেও তৃণমূলের প্রার্থী তালিকায় ছিল দুটি হেভিওয়েট নাম নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তী। জল্পনা মতোই এবার দুটি নাম বাদ পড়ল তালিকা থেকে।