কালিয়াগঞ্জ কাণ্ডে আইজি (উত্তরবঙ্গ), উত্তর দিনাজপুরের পুলিশ সুপার ও জেলাশাসককে সাতদিনের মধ্যে দিল্লিতে হাজিরার নির্দেশ। শুক্রবার এই মর্মে নোটিশ পাঠালো জাতীয় তফসিলি জাতি কমিশন। এছাড়া উত্তর দিনাজপুরের পুলিশ সুপার, কালিয়াগঞ্জ থানার আইসি এবং মামলার তদন্তকারী অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করার সুপারিশ করেছে তারা। উল্লেখ্য, জাতীয় তফসিলি জাতি কমিশনের উপাধ্যক্ষ অরুণ হালদার বৃহস্পতিবার দিল্লিতে জানান, রাজ্য পুলিশ-প্রশাসনের কর্তারা তাঁদের সঙ্গে ক্রমাগত অসহযোগিতা করে চলেছেন। এরপরই এই নির্দেশ পাঠায় কমিশন।
রবিবারই ঘটনাস্থলে যান অরুণ হালদার। মৃতার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। অন্যদিকে, কালিয়াগঞ্জের গোটা ঘটনার উপর নজর রাখছেন রাজ্যপাল। রাজভবন সূত্রের খবর, পুলিশের কাছ থেকে রিপোর্ট না পাওয়া পর্যন্ত তিনি কোনও মন্তব্য করতে চান না। প্রশাসনের ভূমিকা নিয়েও কিছু বলতে চাননি তিনি। রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল।
আরও পড়ুন- Lionel Messi: মেসির প্রত্যাবর্তনের জল্পনার মাঝেই ১৩,৬০০ কোটির বিনিয়োগ বার্সার