মিড ডে মিল পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী ২০ জানুয়ারি রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। এই সংক্রান্ত বিষয়ে রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় সরকারের ডেপুটি সেক্রেটারি দীপা আনন্দ। শেষবার ১২তম জয়েন্ট রিভিউ মিশনে (জেআরএম) পশ্চিমবঙ্গে তাঁরা এসেছিল ২০২০ সালে।
কেন্দ্রের প্রতিনিধি দলে থাকবেন রাজ্য সরকারের একজন আধিকারিক। একজন বরিষ্ঠ আমলাকে প্রতিনিধিদলের সঙ্গী করে পাঠাতে বলা হয়েছে দিল্লির পাঠানো চিঠিতে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল বিলির পরিস্থিতি খতিয়ে দেখবে প্রতিনিধি দল। কেন্দ্রীয় ডেপুটি সেক্রেটারির চিঠিতে জানানো হয়েছে, মোট ২৬টি বিষয়ের উপরে নজরদারি চালানো হবে। মিড ডে মিলের মান, হেঁশেল সবই খতিয়ে দেখা হবে।
Axar Patel Engagement: বিয়ের প্রস্তুতি? অক্ষর প্যাটেলের ছুটি নিয়ে জল্পনা
সম্প্রতি জাতীয় স্তরের বেশ কিছু সংবাদপত্রে বাংলার মিড ডে মিল প্রকল্প নিয়ে নানা অভিযোগ আকারে প্রকাশিত হয়েছে। সে সব মাথায় রেখে নজরদারি করতে বাংলায় কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠানো হতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।