ভোটের আগেই লাগামহীন হিংসা। তবুও কোনও বুথেই থাকবে না কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে বাহিনী কীভাবে ব্যবহার হবে, তা নিয়ে শনিবার একটি নোটিস দেয় কমিশন। জানানো হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে না। স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হবে বাহিনী।
নির্বাচন কমিশনের নোটিসে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে আস্থা অর্জনের কাজে লাগানো হবে। এলাকায় টহলদারি, নাকা চেকিং, আন্তর্জাতিক সীমান্ত ও দুই রাজ্যের সীমানায় ব্যবহার করা হবে।
রাজ্যে ভোট পরিচালনার জন্য ৮০০ কোম্পানি বাহিনী চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। পাওয়া যাবে ৩১৫ কোম্পানি। ভোটের মাত্র এক সপ্তাহ বাকি নেই। সব মিলিয়ে রাজ্যে ২২ কোম্পানি বাহিনী এসেছে। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য কন্ট্রোল রুমও খুলছে কমিশন।