লোকসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে তার আগেই শুক্রবার রাজ্যে আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পরে আরও ৫০ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। এর পরেই ৩ মার্চ রাজ্য সফরে আসবেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।
কোথায় কত বাহিনী মোতায়েন?
প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রতি জেলায় ৫ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। তারপর প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে বাহিনীর সংখ্যা বাড়ানো হবে। তবে কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনায় বাহিনীর সংখ্যা বেশি হতে পারে সূত্রের খবর।
ইতিমধ্যে একাধিক রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের টিম সফর করেছে। এরাজ্যেও একাধিকবার বৈঠক করেছেন কমিশনের প্রতিনিধিরা।