লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশের আগেই শুক্রবার রাজ্যে আসার কথা ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উত্তর কলকাতার বেথুন স্কুল সহ একাধিক সরকারি স্কুলে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। যার জেরে স্কুলে পঠনপাঠনের সমস্যা দেখা দিয়েছে। একাধিক স্কুলে ক্লাস বন্ধ করেও দিতে হয়েছে বলে খবর। যদিও মধ্যশিক্ষা পর্ষদের অভিযোগ, এবিষয়ে তাদের কিছুই জানানো হয়নি।
বেথুন কলেজে ক্লাস স্থগিত
আনন্দবাজার অনলাইনে প্রকাশিত খবর অনুযায়ী, বেথুন স্কুলের তরফে জানানো হয়েছে শুক্রবার ক্লাস ইলেভেনের একটি পরীক্ষা রয়েছে। ওই পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী নেওয়া হলেও বাকি ক্লাস স্থগিত রাখা হয়েছে। ওই তালিকায় রয়েছে যাদবপুরের ৩টি স্কুল এবং উত্তরপাড়ার একটি স্কুল।
কী জানিয়েছেন পর্ষদ সভাপতিকে?
এপ্রসঙ্গে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, সরকারিভাবে তাঁকে কিছুই জানানো হয়নি। যদিও কেন্দ্রীয়বাহিনী থাকার জন্য একাধিক স্কুল ব্যবহার করা হচ্ছে বলে শুনেছেন তিনি।