চ্যালেঞ্জের নাম ভাঙড়। লোকসভা ভোটের শেষ দফায় দক্ষিণ ২৪ পরগনার এই জনপদই চিন্তায় রাখছে নির্বাচন কমিশনকে। তাই ভোটের ২৪ ঘণ্টা আগে থেকেই ভাঙড়ের দখল নিল কেন্দ্রীয় বাহিনী। মূলত কাশীপুর অঞ্চলে টহল দেওয়া শুরু করেছে বাহিনী।
এদিকে বৃহস্পতিবারের বোমাবাজির ঘটনায় এখনও পর্যন্ত দুই আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারিকে অনৈতিক বলে অভিযোগ করেছেন আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকি। তাঁর অভিযোগ, ভোটের আগে আইএসএফকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে, ভোটের দিন ভাঙড়েই থাকবেন বলে জানিয়েছেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বৃহস্পতিবারের ঘটনার পর এই ঘটনায় আহত রফিক খানকে নিয়ে হাসপাতালে যান তিনি। পরে সায়নী জানান, ভোটের দিন ভাঙড়ে কোনও রক্তপাত তিনি বরদাস্ত করবেন না। পঞ্চায়েতের স্মৃতি কোনও ভাবেই ভাঙড়ে ফিরতে দেবেন না।
বৃহস্পতিবার কাশীপুর অঞ্চলে দফায় দফায় বোমা বিস্ফোরণে এক শিশু-সহ নয়জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই আহতদের নিয়ে হাসপাতালে যান যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।