আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভায় আসন্ন উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী (Central forces) মোতায়েনের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ১২ এপ্রিলের উপনির্বাচনে (By-elections) অন্তত ১৩৩ কেন্দ্রীয় বাহিনী (Central forces) আসছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে।
গত বিধানসভা নির্বাচনের মত করেই প্রতিটি বিধানসভা কেন্দ্রের হিসেবে অন্তত ১৭ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী (Central forces) মোতায়েন করতে চাইছেন কমিশনের কর্তারা (Election commission)।
আরও পড়ুন: ফিরহাদকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান, আনিস খানের বাড়ির সামনে থেকে ফিরতে হল মন্ত্রীকে
সেক্ষেত্রে প্রাথমিক হিসেব অনুযায়ী কমপক্ষে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে সব মিলিয়ে। সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকেই সেই কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, স্বরাষ্ট্র মন্ত্রক শনিবারই তাদের রিপোর্ট কমিশনের (Election commission) কাছে পাঠিয়ে দেবে। তারপরই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী আসবে বলে জানা গিয়েছে।